শীতের শান্ত সায়াহ্ন বেলাটা
ভারী হয়ে উঠেছিল বিষন্ন রাগিণীতে  
হৃদয়ের মাঝে,
যখন বসে আসি নদীর তীরে
জল ধারার স্রোতের সাথে কথা পেতে পেতে
তোমারই কথা ভেবে I
হৃদয়ের গহন কোনায় নিনাদিত
একটি শব্দের কম্পনে শিহরিত
মোর সমগ্র শরীর,
শোণিতের শিরায় শিরায়  প্রবাহিত হয়ে
ছড়িয়ে পড়েছে সেই কম্পন শীতল বাতাসের অনু পরমাণুতে..

জলের ধারার সাথে
আসা যাওয়া করে আছো তুমি
প্রতিবিম্বিত হয়ে তোমার প্রতিছবি স্বচ্ছ জলে...  

তুমি প্রকাশ করো বা না করো
আমার ষষ্ঠ ইন্দ্রিওতে অনুভূত যে
প্রেমের যন্ত্রণা  তোমার হৃদয়ে
বাতাসের অনু পরমাণুর সেই কম্পনের আঘাতে
তোমার রক্ত ধমনীতে..

শীতের শান্ত সায়াহ্ন সেই বেলাটা
আরো বেশি ভারী হয়ে
দাঁড়িয়ে আছে এখন আমার পাশে
শির নত করে ......

------------------------------------
  ডo  প্রীতিশ চৌধুরী --  19/07/2017