জন্মদিনতো তার বন্ধু…
লিপিবদ্ধ জন্মদিন যার
মহাকালের অনন্ত ক্যালেণ্ডারে  !

জন্মদিনতো তার বন্ধু…
পরাজিত স্বয়ং মৃত্য যার   জন্মেতে
করে মৃত্যুহীন তাকে  !!

জন্মদিনতো তার বন্ধু…
জ্বলে উঠে একটি তারা যার জন্মেতে
বিশ্বের  জন সমুদ্রের বক্ষ থেকে !!!

জন্মতো আমার  হয়ে নি  বন্ধু  !
মৃত স্বপ্নের সমাধিতে আছি আমি পড়ে  
সমুদ্র-তীরের শামুকের খোলক হয়ে…
লিপিবদ্ধ  জন্মদিন যার
জীবনের জীর্ণ  ক্যালেণ্ডারে   !!

-------------------------------------------------------
Dr  Pritish Chowdhury              15/10/2017