ধর্ম যুদ্ধ?
না আমি সেখানে নেই
ধর্মের নামে বিশ্বের মানুষকে বিভাজন??
না নেই সেখানেও আমি
অবতার ? গৌতম, যীশু , মোহম্মদ, রামের ?
না কোনো অবতার নই আমি
না আমি ধর্মপ্রচারক
ঈশ্বর ?
তুমি বলেছিলে তোমার ঈশ্বর নিরাকার
থাকে তিনি সবাইরে অন্তরে
বলেছিলে তুমি তিনি নাকি অন্ধ
তোমার দিকে কোনোদিন ফিরিয়ে তাকায়নি
না আমি সেই অশরীরী ঈশ্বর নই !
দেখ আমার শরীর
তোমার মতোই রক্ত-মাংসে গঢ়া
আমার দেহে তোমার নিরাকার ঈশ্বরের বীর্য
জীবন্ত ভগবান আমি
নক্ষত্রের শক্তি নিয়ে আমি বলীয়ান…
সর্বশক্তিমান !!
তোমার নেতা, অভিনেতা,সহস্র জন
থাকে আমার পদতলে
দেশের শাসন চলে আমার ইশারাতে
তোমার পরিত্রানও আমার কৃপায়..
আমাকে সমর্পিত করে তোমার দেহ মন
তোমার দেহে তোমার ইপ্সিত বীর্য ঈশ্বরের …
আকাঙ্ক্ষিত তোমার সব কিছুই
তোমার হাতের মুঠোয়…..
আমি বাবা
তোমার জীবন্ত ভগবান ……
------------------------------
Dr Pritish Chowdhury 09/10/2017