অতৃপ্ত মন মোর অব
স্মৃতির ঘন কুয়াশা বিদীর্ণ করে
চলে যায় অতীতের সুড়ঙ্গ দিয়ে
ফেলে আসা দিনের
না ফুটা স্বপ্নের দিঠকের খোঁজে ..
স্মৃতির কোলায় বিলীন হওয়া
শৈশব কৈশোর যৌবনের
মুক্তার আলোয় রঞ্জিত পথ
মন টেনে নিয়ে
স্মৃতির দোলায় দুলিয়ে রাখে....
সময়ের অগ্রসরের পক্ষিরাজে চড়ে
বয়স ধাবিত এখন দুরন্ত গতি নিয়ে
পশ্চিম দিগন্তে অস্তমিত সূর্যের দিশায় ,
শৈশব কৈশোর যৌবনের
না ফুটা স্বপ্নের ফুল উড়িয়ে নিয়ে...
পূব দিগন্তে সূর্য এখন নিষ্প্রভ,
সেই সূর্যের দিকে তাকিয়ে থাকা
তারকাগুলো এখন নিস্তব্ধ .........
---------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 08/07/2017