প্রিয় বন্ধুর তার প্রিয় মোবাইলে সেদিন
বন্ধু পত্নীর শোকার্ত কণ্ঠ -
ICU তে সে ..
সংজ্ঞাহীন…
হার্ট- এটাক !!
তিন দিন পরে হাসপাতালের কেবিনে
মুখোমুখি আমার বন্ধুর সাথে –
দুই চোখের দৃষ্টি নিবদ্ধ তার আমার দুই চোখে –
রসিক বন্ধু তার সেই পুরানা রসাল সুরেই বলে উঠলো -
যাই হোক ICU থেকে এসে আজ -
I See You !
অন্যথা আজকেইতো ছিলো আমার চতুর্থী !!
তার দুই ঠোঁটে `জীবন' এর মুচকি হাসি!
আর আমার দুই নয়নে ভাসে-
এক ফোটা জল কচুর পাতায় -
দোদুল্যমান !
------------------------
Dr Pritish Chowdhury 09/10/2018