দেওয়া হয়েছে
মৃত্যু ওদেরকে বার বার,
শরীরের লাল রক্ত
এখন হলুদ তাদের
শোষণ ,ধর্ষণের বীজ নিয়ে নিয়ে I
রক্তের হলুদ রং লাল করার আস্ফালন
হোক আজ বৃথা আস্ফালন তাদের..
ওই দেখ
সময়ের নিষ্ঠুর আঘাতের
প্রসারিত হাত কিভাবে এগিয়ে আসছে
তাদের দিকে অধুনা ..
নির্বাণ তোদের প্রাপ্যের আলোক বর্ষ দূরে
বেঁচে থাকতে হবে তোদেরকে
রক্তের হলুদ রং নিয়ে পৃথিবীতে বার বার
লাল রক্তের মানুষের পদতলে নিরন্তর I
----------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 30/06/2017