সমস্ত শরীর অসার
সে যে মৃত্যুর চেয়েও ভয়ংকর !
হার মানলো কি সে তবুও ?
আবদ্ধ সারাটা জীবন
রোবোটিক হুইল চেয়ারে
অথচ বিচরণ
হাজার আলোক বর্ষ দূরের
ব্ল্যাক হোলের পাশে
মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে ...
বলেছিলো সে
'সময়' নিয়েছিলো নাকি জন্ম তার 'বিগ বেং' থেকে..
জানিনাতো হয়তো
এই 'সময়'-এর মৃত্যু কবে ...
তবে যতদিন বেঁচে থাকবে এই সময়
থাকবে প্রতিধ্বনিত হয়ে
মহাবিশ্বের প্রতিটি অণু-পরমাণুতে
অবিস্মরণীয় একটি নাম
স্টিফেন হকিং ...
'সহমর্মিতার সংবেদন'
_______________________________
Dr Pritish Chowdhury 14/03/2018