সভ্যতার ঘোড়ার দুরন্ত গতি
অশ্বারোহী ইলেক্ট্রনিক পৃথিবী I
অনেক কিছুতেই এখন
`উলঙ্গ দেশে কাম কি ধোপার'  গায়ত্রী মন্ত্র...
সাইবার  দুনিয়ায়  নৃত্যরত   সবাই
মৃত্যু ঘন্টা আজ  বাজছে  তাদের
উত্তর আধুনিকতার জীবন যাত্রায় !!
বিস্মৃতির আকাশে  উড়ছে এখন
বাঁধন ছাড়া পাখি হয়ে
নিঃসঙ্গতার প্রেমময়ী সঙ্গী,
অকৃত্রিম সুহৃদ বন্ধু  
আমাদের গ্রন্থ  সব I
অঙ্গুষ্ঠ প্রদর্শনে অধুনা
গ্রন্থ মেলার আকাশ বাতাসে ছড়িয়ে  পড়ছে
গ্রন্থের নীরব ক্রন্দন ...
স্তিমিত করে জ্ঞানের আলো অন্ধকারের বুকে !!
গ্রন্থের বিদায় ??
গ্রন্থপ্রেমীর চোখের জলে প্রতিবিম্বিত যেনো
তাদের মৃত ভবিষ্যতের অশনি সংকেত
আজকের ইলেকট্রনিক পৃথিবীতে  I

---------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  27/07/2017