হৃদয়ে উদ্দীপ্ত ভাবনার সৃষ্টির তৃষ্ণায়
প্রণয়াকাঙ্ক্ষী হৃদয় মোর,
একটি নুতন কবিতার  গর্ভধারণের আস্বাদে বন্দী হয়ে    
দাঁড়িয়ে আছি আমি
তোমার অত্যুষ্ণ সান্নিধ্যের প্রতীক্ষায়
জানালার পাশে
বর্ষা-সিক্ত এই শীতল সন্ধ্যা বেলায়
তুমি আসবে বোলে মোর কাছে ...

বৃষ্টির জলের   রূপালী বুঁদ গুলো
কাঁপছে  এখন
বাইরের ঠাণ্ডা বাতাসের হিম-স্পর্শে I
বর্ষা ঝরা নিঃসঙ্গ এই সন্ধ্যা বেলাটা
আরো হয়ে উঠেছে নিঃসঙ্গ
বৃষ্টির জলের  সেই বুঁদ গুলোর কম্পনে ...

----------------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  07/07/2017