হাজার কোটি বৎসর আগে
হঠাৎ একদিন
গর্ভবতী মহাশুন্য
সৃষ্টির অনন্য তৃষ্ণা
প্রসব বেদনার মহানিনাদ
আতশবাজি চার দিক
মহাশুন্যের কোলে তখন
মহাবিশ্বের জন্মলগ্ন ..
সৃষ্টির ভ্রুণের উল্লাস
মুখরিত দশোদিশ
উৎফুল্লিত মহাশুন্য !
চোখের সামনে পার হয়
তার আরো হাজার কোটি বৎসর …
সূর্য- পৃথিবীর প্রেম লীলা
আনন্দের বন্যা
সীমাহীন মহাবিশ্বের কোনো বিন্দুতে…
গর্ভিনী পৃথিবী
ভূমিষ্ঠ মানব সভ্যতার ভ্রুন তখন
পৃথিবীর কোলে ...
সন্তানের হাত ধরে হেঁটে যায় মা
আনন্দ মনে শত সহস্র বৎসর…
ছন্দ পতন! একদিন
মায়ের চোখে মুখে আতঙ্ক
সামনে তার ফ্রাঙ্কেনষ্টাইন !
অবিশ্বাস্য !! নিজেরেই সন্তান তার
ফ্রাঙ্কেনষ্টাইন… অতি আধুনিকতার ছাপ..
কাঁপছে মায়ের সর্ব শরীর আজ
ধ্বংসের অবলীলার অশনি সংকেত …
ধ্বনিত আজ যখন.. .
নীরব ক্রন্দন পৃথিবীর
সূর্যের বাহু বন্ধনে
মহাশুন্যের বক্ষ ভাসিয়ে
তার নয়ন নীরে…..
----------------------------------------------
Dr Pritish Chowdhury 25/11/2017