একটাই শব্দ `বিধস্ত'
এখন দেশের রাজা
সিংহাসনে বসে মশগুল
সাদা হাতির খেলের আনন্দে…..
মরুভূমির মরীচিকা
তাকে সিংহাচ্যুত করার প্রচেষ্টা সমস্ত
সব কিছুই আছে তোমার
গণতন্ত্র , জনমত , অহিংসা বিপ্লব
সশস্ত্র বিপ্লব ,নিম্ন আদালত , উচ্চ আদালত
সুপ্রিম কোর্ট , সংবিধান..
তার পরেও ?
গণতন্ত্রের রক্ষাকবচ এক একটা সাদা হাতি
বাসের ভিতরের নাম মাত্র ফলকের
এক একটি `ফার্স্ট এইড বাক্স '
-------------------------------------------
Dr Pritish Chowdhury 06/12/2017