কিউবার গভীর অরণ্যে
উদ্ভাসিত একটি বিদ্রোহী প্রাণ
দাউ দাউ করে জ্বলে উঠা বিদ্রোহের অগ্নিশিখায়
ছড়িয়ে পড়া বিশ্বের মহাকাশে
হোয়াইট হাউসের অগ্নিদদ্ধ হাসির
অস্ফুট ক্রন্দনে …
পেন্টাগনের প্রাচীরের কম্পন
বিদ্রোহের ঢেউর সুনামিতে..
স্তব্ধ বিশ্ববাসী I
বিদ্রোহের নিনাদে
সু উচ্চ পাহাড়ের গভীর বক্ষ থেকে
উদ্গীরিত উত্তপ্ত লাভার নদীতে
পোড়ে চাই করে দেওয়ার দৃঢ় অঙ্গীকার…
ত্রস্তে কম্পিত সারা বিশ্বের
শ্রমিকের রক্ত শোষণকারী
ভ্যাম্পায়ারের দল I
বিপ্লবের প্রতিবাদী কণ্ঠে
নেমে আসে স্বর্গের ফল্গু ধারা
প্রতিবিম্বিত করে বিশ্বের নভোমণ্ডলে
কৃষকের সবুজ পৃথিবীর স্বপ্ন
নিষ্পেশিত জনগণের মুক্তির স্বপ্ন I
মৃত্যু হয়নি তোমার ফিদেল !
বেঁচে থাকতে হবে তোমাকে
হাজারটা ফিদেলের ভ্রুন সৃষ্টিতে
বিশ্বের প্রান্তে প্রান্তে ....
-------------------------------------------------
Dr Pritish Chowdhury 23/08/2017