জিনিসের এক্সপায়ারি  ডেট দেখে  
ওই ডেটের আগেই তার সমস্ত
উছুল করে নাও
সেটাই হবে উত্তম কাম

নিজেরও  থাকে একটি এক্সপায়ারি  ডেট
মানুষ ভুলে যায় তা  
সামুরাই  কেউ হতে চায় না
মৃত্যুর ভয়ে ...
তবুও সে আসে খুব সন্তর্পনে
জীবনকে জানতে আর বুঝতে

হারিয়ে না যায়  যেন জীবন  
ওই শেষ শ্বাসটাতে   …

-----------------------------------------------------
Dr Pritish Chowdhury    04/04/2018