মধ্য রাত্রি ...
শহরের রাজপথটি যেন
একটি বিষাক্ত সাপ
জড়িয়ে ধরে থাকা শহরটির সমস্ত অঙ্গ-প্রতঙ্গ ...
শিহরিত তার সমস্ত শরীর
দুরন্ত গাড়ির হেড লাইটের আলোর চুম্বনে ...
ঠিকানা খোঁজে তখন সভ্যতা তার
মরীচিকায় পর্যবসিত হওয়া শহরের পাশের নদীতে ..
শুন্যতা, অথচ শুন্যতাবিহীন,
মুমুর্ষ, অথচ জেগে উঠার অসীম উৎকণ্ঠা
অজস্র কাহিনীর বীজ শহরের অলি-গলিতে..
হাজার স্বপ্নের স্খলন, হাজার যৌবনের পতন
মধ্য রাত্রের সেই শহরে,
আবেদনময়ী হয়ে থাকা শহরে তখন
শৈশব শিখে আদিপাঠ কুৎসিৎ জীবনের ...
নতুন নতুন রহস্যের রহস্যময় উন্মাদনায়
বেজে উঠে মধ্য রাতের শহরে
সভ্যতার মৃত্যু-ঘন্টা...
----------------------------------------------------
Dr Pritish Chowdhury 18/03/2018