রমজানের রোজার শেষে
জ্বলে আকাশে ঈদের চাঁদ  
নামিয়ে এনে ধরায়
দিব্য  আলোর  বন্যা ..
বিলিয়ে  মানুষের হৃদয়ে
সর্বশক্তিমত্তা প্রেমের বন্যা,
বিলিয়ে  মানুষের হৃদয়ে
জীবন যুদ্ধের আশার বন্যা,
বিলিয়ে  মানুষের হৃদয়ে
বেঁচে থাকার হাজার স্বপ্নের বন্যা I

হোক `ঈদ মোবারক' ধ্বনির আলোতে
আলোকিত মানুষের হৃদয়,
আলোকিত মানুষের মন,
আলোকিত মানুষের আত্মা  I
নামাজ-প্রার্থনার আলিঙ্গনে
জেনে উঠুক  বিশ্ববাসী
সর্ব ধর্মের সৃষ্টিকর্তার কাম্য
প্রেম-ভাতৃত্ববোধের
সেই  অপার মহিমা I


পবিত্র  পর্ব ঈদ উপলক্ষে  আসরের  কবিবন্ধুগণ সহিত
বিশ্ব -বাসীকে জানাই মোর আন্তরিক অভিনন্দন
আসুক সুখ, শান্তি ও সমৃধ্যি সবাইরে জীবনে .....

-----------------------------------------
ডo প্রীতিশ চৌধুরী --  25/06/2017