(০১)
প্রেম
মাতাল শারীরিক সৌন্দর্যে
তোমার প্রেম যখন,
অনিবার্য সৌন্দর্য রূপ ক্ষণভঙ্গুর
তোমার প্রেম তখন I
(০২)
মানুষ
মানুষতো সত্যিই যেন
এক একটা চাঁদ,
দেখবে কি তুমি কভু
অন্ধকার দিক তার ?
----------------------------------------------
Dr Pritish Chowdhury 11/01/2018