সিধা পথেই হেঁটে এসেছি  যুগ যুগ ধরে ..

সেই পথে  আজ  `অভিমন্যুর  চক্রবেহু' নাটকের আখড়া..
ক্ষত- বিক্ষত  হয়ে পরে  শরীর,
খাতির  না করা মন -
তবুও ভালোবাসি  সেই পথ দিয়েই চলতে , আজও ..
শির নত না করে
হিমালয়  সদৃশ -

এখন ভিড়  তার উল্টোপথে - হাজার মানুষের,

হওয়ার কথাই !  সময় পাল্টে গেছে !

বক্র পথেই  জ্বলে আজ -`আলাদিনের  বাতি' ..  

স্বর্তঃ একটাই -
আত্মাকে নিজের  বিক্রি করে দাও -
আর, ভবিষ্যৎটা কিনে তোমার পকেটে  নিয়ে  নাও  !

দিশাহারা জীবন- পথ  !

`সীতার অগ্নি- পরীক্ষা' -সহ্য আর  কতই করবে তুমি  `!

প্রতিবাদের ভাষার আগুন জ্বালিয়ে জ্বালিয়ে
হারিয়ে ফেলি - দিক -বিদিক,

ভারাক্রান্ত দেহ,  প্রতিজ্ঞাবদ্ধ  তবুও
নেমে আনতে  আলোর বন্যা  -
একটি  নতুন  সূর্যের ......  

------------------------------------------------------
Dr Pritish Chowdhury        2/5/ 202