এক সময়
ছিলাম সত্যি কাপুরুষ
শরীর-মন শিহরিত হতো
ভয়ে অন্ধকারকে দেখে
এখন রাখতে চাই আলোককে দূরে
অনেক দূরে ...
এক সময়
দুই অধর ছিল চঞ্চল
বাৰ্তালাপে অনর্গল অবিরাম
এখন ভালোবাসে তারা
নিঝুম রাতের নির্ঘুম নিস্তব্ধতা ....
এক সময়
স্বপ্ন দেখছিলাম
জীবনের প্রতি পল অনুপল
থাকতে তোমার সাথে
এখন থাকি দিঠকে
মুছে ফেলে নাম তোমার
স্মৃতির পাতা থেকে ….
-------------------------------------------------
Dr Pritish Chowdhury 22/11/2017