আকাশে বাদল ছুটে  
জলের বুঁদ নিয়ে,
নিচে ধরিত্রী কাঁদে
সৃষ্টির তৃষ্ণা নিয়ে I
বর্ষা  নেমে এসে
সৃষ্টির বীজ নিয়ে...
ধরিত্রীর  বুকে I
ধরিত্রী যে এখন
রজঃস্বলা  I

---------------------
ডo প্রীতিশ চৌধুরী --  17/06/2017