(২২ শে এপ্রিল সারা বিশ্বে উদযাপিত `ধরিত্রী দিবস' ( Earth Day) উপলক্ষে এই নিবেদন)
হৃদয়ের গভীরতম বিন্দু
আলোকিত সদা তোমার প্রেমে....
হে পৃথিবী ..
ক্লান্ত আজ তুমি
শত সহস্র বৎসর ধরে গর্ভিনী হয়ে
সভ্যতার জন্ম দিতে দিতে …
হয়তো আর চাও না
গর্ভবতী হতে আরো নতুন সভ্যতার
জন্ম দিয়ে ….
নীলকণ্ঠ আজ তুমি
হলাহলের বৃষ্টিতে অবগাহনে
মাটি আর আকাশের সাগর মন্থনের ...
তোমার চোখে জল
দেখে স্বপ্ন আশার সমস্ত আলো
হারিয়ে যেতে অন্ধকারের দিগ্ বলয়ে….
তবুও মহীয়ান আমি সর্বক্ষণ
তোমার প্রেমে,
হৃদয় যে আমার তোমার প্রেমের
`মারিয়ানা ট্রেঞ্চ'…
-----------------------------------------------------
Dr Pritish Chowdhury 22/04/2018