রেখেছিলাম সযতনে
একটি শতদল …না ফুটা
বুকের মাঝে আমার
জানি ফুটবে সেই ফুল
তোমার প্রেমেতে….
রেখেছিলাম চোখ
নয়নের তোমার দুই নীল সমুদ্রে
জানি দেখতে পাব জোয়ার আসা
তোমার প্রেমেতে…..
রেখেছিলাম হৃদয় দুয়ার
অবারিত আমার
জানি বন্ধ হবে সেই দুয়ার
তোমার প্রেমের প্রবেশে ……
অন্তহীন অপেক্ষা আমার
তোমার প্রেমের,
বন্দী করে তুমি তোমার প্রেম
তোমার অশরীরী আত্মায়…
পথরুদ্ধ করে বেরিয়ে আসার পথ তার
মানুষের মাঝে ....
-----------------------------
Dr Pritish Chowdhury 27/08/2017