স্ন্যাপ শট-১
টাইপিং? দশ পেজ ?
না প্রিয় আজকে এক পেজও না
আমি বলছিতো আমার টাইম নেই
মনে নেই?
স্কুলে গুণোৎসব .. কাজ
কাল ডেডলাইন !!
স্ন্যাপ শট-2
পাপা, মটর সাইকেল ?
সোমবার কিন্তু ডেডলাইন !
মনে আছে ?
না হলে কলেজ যাওয়াটা.. থাক !!
স্ন্যাপ শট-৩
না বস আজকে নো ওভারটাইম প্লিজ !
প্রেমিক আমার ইম্পরট্যান্ট
প্রজেক্টের চেয়ে আপনার!
ভুললেন কিভাবে ?
প্রেমিক দিয়েছে
ডেড লাইন আজ
বলছে না লগ করলে ব্র্যাক- আপ !
স্ন্যাপ শট-৪
হেল্লো জং `ট্রাম্প হিয়ার'
যদি না চাও তুমি দেখতে
ভস্ম হতে শক্তিতে আমার
দেখে নাও ডেডলাইন
বন্ধ করার শক্তি তোমার !
-------------------------
Dr Pritish Chowdhury 23/10/2017