বৃষ্টি যখন নেমে আছে ধরায়
রুম-ঝুম রুম-ঝুম ছন্দময় সুরে
পিঁজরাবদ্ধ ছাতার মন
দারুন বাসনায় উড়ে
বৃষ্টিভরা মেঘলা আকাশের নিচে
বৃষ্টির সঙ্গ সুখে I
সময়ের স্রোতে
রং ধূসর হওয়া ছাতাও
বৃষ্টির আগমনে
বাইরে যাবার ব্যাকুল পরান
প্রাণচঞ্চল নতুন রূপে
বৃষ্টির সঙ্গ নিতে I
বৃষ্টিকে ভালোবাসে মানুষ
বৃষ্টিকে ভালোবাসে প্রকৃতি
মোরা যত বুঝি বৃষ্টিকে
তার চেয়ো যেনো ছাতা
বেশি বোঝে বৃষ্টিকে
বৃষ্টিতে বেরিয়ে পরা ছাতা
শহরের রাস্তায়
বৃষ্টির জল থেকে
মোদেরকে বাঁচায় I
সারাটা সময় কিন্তু
ছাতা করে থাকে
গুন্ গুন্ গুন্ গুন্
প্রেমালাপ বৃষ্টির সাথে I
ছাতার যে প্রেম আছে
প্রাণময়ী বৃষ্টির সাথে !!
-----------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 12/06/2017