কোন কখনোই  তো হারিয়ে ফেলেছি  
পূর্ণিমার চাঁদ কে ভালোবাসার কথা....
ছলনাময়ী চাঁদ  তুমি
ঘিরে রেখো   মনের আকাশ   মিথ্যা মোহাচ্ছন্নে .....
চাইনি তো  কখনো  বাস করতে  
তোমার  মতো ….
একটি  ভার্চুয়াল পৃথিবীতে  I
সূর্যের তপ্ত  শিখায়   দগ্ধ  মোর শরীরের  রন্ধ্রে রন্ধ্রে
বাস্তব জীবনের মিঠা  স্বাদ
ঠিক সূর্যের রশ্মির মতোই  
সে কি  দিতে  পারে তোমার  আলোয়ে  ?
তোমার অস্তিত্ব তো শুধু  সূর্যের কৃপায়  I

-------------------------------------------------
Dr Pritish Chowdhury           16/08/2017