ঠিক বার মাস আগের কোনো একটি দিনে
পুঞ্জীভূত শব্দের মুক্তির আন্দোলনে
উত্তাল সর্ব শরীর হৃদয়ের ....
পাগলামির স্রোতে ভেসে গিয়ে
দিলাম মুক্তি প্রেম-বিরহ, ক্ষোভ, অনুকম্পা, বিদ্রোহ, বেদনা আক্রান্ত
সমস্ত শব্দ হৃদয়ের....
তারা বললো
দেখ কিভাবে সাজিয়ে দিলাম আসরের পাতা
এক একটি কবিতায় ….
বললো হৃদয় উত্তরে
নেইতো আমার জানা
তোমরা কবিতা, অকবিতা না অন্য কিছু আর …
জানি শুধু একটাই
তোমাদের মুক্তিতে আমারও মুক্তি .....
দুই চোখের দৃষ্টি এখন আমার মহাশুন্যের নীল নক্ষত্রের দিকে..
প্রশান্তি আজ হৃদয়ে
নির্ঘুম রাতের অবসানে ....
------------------------------------------------------
Dr Pritish Chowdhury 17/01/2018