মানুষের পৃথিবী
অনেক বোঝার প্রচেষ্টা
মানুষ মানুষকে
তবুও প্রতিবারেই একটি পরাজিত সৈনিক I
হৃদয়ের গভীরতম অন্ধকারময় বন্ধ কোঠায়
বন্দি যখন
বিশ্বাস, নিঃস্বার্থ ভালোবাসা!
বৃথা আস্ফালনে হৃদয়ের অস্ফুট ক্রন্দন
দুয়ার খোলার প্রয়াসের সেই বন্ধ কোঠার…
তবে তারাও কি সুখী ??
পুড়ে থাকা স্বার্থ, অবিশ্বাসের অগ্নিতে
এক একটা কলিজা নিয়েও ?
না সেগুলো স্পর্শই করে না তাদের কলিজা ??
------------------------------------------------------
Dr Pritish Chowdhury 03/10/2017