সীমাবদ্ধতাও কখনো ভুলে যায় তার সীমানা
অতিক্রম করে লক্ষণ রেখা
অজানিতে, নীরবে _
আকাশে জ্বলে তখন
মাদার ফুলের রং ,
অক্ষপাত মুখে কালো রং _
নিষ্ঠুর(?) সময়ের হাতছানিতে
দগ্ধ শরীর মন,
জ্ঞানের আলো ঢুকে অন্ধকারের ঘরে
হৃদয়ের কথা কে আর বোঝে
বিসর্জন-পর্ব নাটকের_
নিস্পলক নেত্রে চেয়ে থাকে
অশরীরী ছায়াকে তার,
নিঃশব্দে _
-----------------------------------------------
Dr Pritish Chowdhury 10/04/2018