বিষাদের ঠিকানা …
খুঁজে বেড়াই শিশিরের মাঝে, ভালোবেসে
তাকে অশ্রু জলের মত …
প্রকৃতির বেদনার অশ্রুকণা বিন্দু বিন্দু ….
ঝরে চুপি চুপি নীরবে
প্রকৃতির কোলে…..
হয়তো জানোনা তুমি
প্রকৃতির এই অশ্রুকণা ঝরে কার জন্য….
ধব ধবে শুভ্র শিউলির জন্য ?
না রক্ত রাঙা গোলাপের জন্য ?
না সেই হৃদয়ের জন্য ..
যে হৃদয় জীবনে শুনেনি কোনোদিন
প্রেমের গান ..
----------------------------------------------
Dr Pritish Chowdhury 12/12/2017