তুমি বনলতা ? না সুরঞ্জনা?
সভ্যতা ? না তুমি ইতিহাস?
অনেক কথাই মনে আসছে আমার আজ !
যেন হেটে এসেছি অনেক যুগ যুগান্তর
হরপ্পা মহেঞ্জাদারো সিন্ধু অথবা
টাইগ্রিস নীল নদের উপত্যকার
সভ্যতার মমির মধ্য দিয়ে
ইতিহাসের ওই পারের ....
জানি কিছুই মনে নেই তোমার
মৃত ইতিহাস আজ আমার পুরনো ঠিকানার
তোমার স্মৃতির খাতায়
মনে পরে তোমার ?
বলেছিলাম আমি তোমাকে শত বার..
তোমার প্রেমের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব
আমার প্রেমের সমস্ত অন্ধকার ...
আর যে বলেছিলাম ..
তোমার প্রেমের প্রতারণার কাঁচের টুকরো গুলো দিয়ে
রক্তের ধারা বয়ে আনব আমি
ক্ষত বিক্ষত করে আমার দেহের সমস্ত অঙ্গ প্রতঙ্গ...
জানি আমার সব কথা আজ মৃত হয়ে দাঁড়িয়ে আছে
বিস্মৃতির অতল গর্ভে তোমার ...
জানতে চাও আমার অনুভব ??
রাতের অন্ধকারে সহবাস একটি বিষাক্ত সাপের সাথে
যার দুই চোখে দেখছি আমি
নেচে থাকা মৃত্যুর বিভীষিকা !!
অথচ আমি আনন্দে আত্মহারা তার উজ্জ্বল স্বর্ণাভ শরীরের রঙের প্রেমে
মাতাল হয়ে ..
মুক্ত আজ আমি যে
একটি মুক্ত প্রাণ নিয়ে ...
-------------------------------------------------
Dr Pritish Chowdhury 26/09/2017