স্বর্গাদপী গরিয়সী তুমি প্রেম !
আমি প্রেমিক তোমার অভিশপ্ত নরক
যত দিন থাকবে বেঁচে তুমি
শান্ত শিষ্ট আমি দুর্বাসা - বশিষ্ঠ
তুমি দাঁড়াবে থমকে তোমার চলার পথে
দগ্ধ পৃথিবীর হৃদয় আমার ক্রোধাগ্নিতে ....
প্রেম পিয়াসী মন ডুবে থাকে প্রেম-রসে
তোমার অমৃত সমুদ্রে তত দিন
ডুবিয়ে রাখো তুমি তাকে যত দিন
তোমার অমৃত সাগরে …..
ছুটে থাকে মন তোমার খোঁজে
মরীচিকার পেছনে প্রেম পিয়াসীর
ঢেলে দিই আমি কণ্ঠে তার আমার
বিষাক্ত নীলাভ গড়ল..
প্রিয়তমা প্রেম!
দেখবে তখন তুমি
সুনামির তাণ্ডব আমার তোমার সমুদ্রে..
নিস্প্রান হয়ে থাকবে তুমি পড়ে
সমুদ্রের তোমার অতল গর্ভে
তোমার সমাধিতে ….
-----------------------------
Dr Pritish Chowdhury 14/10/2017