তোমার প্রেমের
শূন্যতা ভরা পাতায়
আঁকবো আমি  আমার প্রেমের প্রতিচ্ছবি ....

তোমার প্রেমের
নিষ্প্রভ  আলোতে  জোড়ে দেব আমি
আমার প্রেমের হাজারটা  সূর্যের আলো...

তোমার  প্রেমের
অনাকাঙ্খিত সমাধিতে   গড়ে দেব আমি
আমার প্রেমের একটি শুভ্র তাজমহল ...

তবুও যদি …..

তোমার  প্রেম
স্পর্শ না করে  আমার হৃদয়
রাখবো বন্দী করে  তোমার প্রেম
আমার হৃদয়ের প্রেমের কারাগারে ...

_______________________________-
Dr Pritish Chowdhury     24/08/2017