পরিব্যাপ্ত দেশের নভোমণ্ডলে আজ
ঘোর অমানিশার অন্ধকারের প্রতিবেশ
অসহিষ্ণুতা, অস্থিরতার...
দুর্দশাগ্রস্ত সময়ের ভাইরাস ছড়িয়ে পড়েছে
আজ কোণায় কোণায় দেশের I

প্রচণ্ড গতি নিয়ে উদ্ভুত এখন দেশে
সাম্প্রদায়িক ধ্যান ধারণার বিষ-বাষ্পের শিকড়,  
বিভক্ত দেশ ধর্মীয় মৌলবাদে  
ধর্ম হয়ে  রাজনীতির  সবল হাতিয়ার !
হায় ! ধংসের শূন্যতার উপলব্ধির সীমার বাইরে
যেনো অধুনা দেশের মানুষ ধর্মের উন্মদনায় !!

সব পূজো হয়ে আজ দেশের মাটিতে
হয়েনাতো  কেবল মাত্র পূজো মানুষের  !!
সভ্যতার ঘোড়া দৌড়াচ্ছি মোরা অননুমেয় দ্রুতিতে....
তত্রাস কি জন্য অগ্রসর ঘৃণ্য বাসিন্দা হতে  
মোরা একটি জরাগ্রস্ত সমাজের  ?
ত্রস্ত যেনো  ইদানীং দেশ অশনি সংকেতে
বিপন্ন সময়ের.......


------------------------------------------
ডo  প্রীতিশ চৌধুরী --  11/07/2017