প্রেমিক সে আজকের
প্রেম খাতায় নেই তার
দেবদাসের পুনরাবৃত্তি
অথবা প্রেমের সমাধি তীর..
সে বিদ্রোহী …
দেহে তার অনুভূত প্রেমিকার কম্পিত শরীর
প্রেমিকার ভয়ার্ত চোখে দেখে সে প্রেমের স্ফুলিঙ্গ ...
থাকতে চায় না সে নীলকণ্ঠ হয়ে দুঃখের রাতে
প্রেমিকার প্রেম সমুদ্র মন্থনের বিষ পান করে করে ...
রাখে সে তার হৃদয় প্রেমাস্পদের প্রেমের একটি
`মারিয়ানা ট্রেঞ্চ' করে ..
আর ডুবতে হবে তার প্রেমিকা
একটিবার হলেও, সেই মারিয়ানা ট্রেঞ্চে ...
সে প্রেমিক এক-বিংশ শতাব্দীর
এক বিদ্রোহী দেবদাস ...
------------------------------------------------
Dr Pritish Chowdhury 25/03/2018
বি. দ্র.- `মারিয়ানা ট্রেঞ্চ'--- প্রশান্ত মহা সমুদ্রের সব চেয়ে গভীরতম এলাকা