দিগ্ভ্রষ্ট পথের জীর্ণ কোঠা - নিস্তব্ধ তন,মন,হৃদয়
জীবন যুদ্ধে প্রাপ্তির খাতায় একটি বৃত্ত
দোদুল্যমান একটি সাপ বন্ধ চোখের সামনে সিলিং ফ্যানে ….
জোর করে চোখ দুটো মেলে ধরে তাকিয়ে দেখলাম
বৃত্তের পরিধির ভিতরে ------- মহাশূন্য !!
দেখলাম এবার মাইক্রোস্কোপ দিয়ে …
এ কি ! আমার সমস্ত বর্তমান, ভূত ,ভবিষ্যৎ, আশা, আকাঙ্ক্ষার ভ্রূণ গুলো
চোখ মেলে চেয়ে আছে আমার চোখের পানে অসহায় দৃষ্টিতে
বাচিয়ে থাকার আকুল আহবান তাদের চোখে .....
হঠাৎ আমার দুই নেত্রের দৃষ্টি নিবদ্ধ উপরের
অনন্ত মহাশূন্যের দিকে ...
বুঝলাম
মহাবিশ্বের ভ্রূণ তো ছিলো ওই মহাশূন্যেরেই বুকে ....
----------------------------------------------------
Dr Pritish Chowdhury 08/10/2017