তোমার জীবনের কক্ষপথটাই একটা ভ্রমের কক্ষপথ
আসলে তুমি ভ্রমে থাকতে খুব ভালোবাস
এই যে তুমি এখন বসে আছো নিজ স্বপ্নের দিঠক হিসাব করে করে
সেকেন্ডে তিন হাজার কিলোমিটার স্পীডে ধাবমান তুমি পৃথিবীর সাথে
অথচ তোমার মগজ সেটা কখনো চায় না ভাবতে ...
তোমার ধারণায়
অস্তাচলে সূর্য ডোবে কিংবা হয় উদয়
সমুদ্রের বক্ষে অথবা উঁচু পাহাড়ের চূড়ায়…
তুমি প্রশ্ন কর সেকথা পৃথিবীকে
সে বলবে তোমাকে তোমার মাথায় ভ্রমের বীজের কথা
না তো সূর্য কখনো ডোবে না উদয় হয়
ভুলে যেতে চাও তুমি আমার আবর্তনের কথা…
তোমার প্রেমাস্পদের চোখে তুমি খুঁজে পেতে চাও তোমার চির বসন্তের গান ..
তোমার স্বার্থ সিদ্ধিতে গেয়ে থাকতে চাও তুমি তোমার জীবনের জয়গান
পৃথিবীর দৃষ্টিতে যখন সবাই সমান
তোমার দৃষ্টিতে শুধুই ভিন্নতার আধান…
মস্তিস্ক উন্নত তোমার , অথচ তোমার মন উড়ে
ভ্রম-বিলাসে…
ভ্রমের খেলায় মত্ত তুমি
ভুলেছো আজ বাস্তব পৃথিবীকে ....
অবিশ্রান্ত তোমার মন কুহেলিকার নাগপাশে ....
------------------------------------------------------------
Dr Pritish Chowdhury 01/04/2018