শত -সহস্র  পল  ক্ষয়  করে
স্নেহ-তুলিকা  দিয়ে
এঁকেছিলাম  প্রেয়সীর  ছবি   I

তারা  বললো : বাহ্   অপূর্ব তোমার সৃষ্টি
আমরাও  পারতাম  যদি !

টাঙ্গিয়ে  রেখেছিলাম ছবিটা
যক্ষের  ধনের  মতো
হৃদয়ের  মনি-কোঠায়  I

একদিন  আসলো একটি ঝলক  বাতাসের
শব্দ  করে  খসে  পড়লো  ছবিটা
জাপটে  ধরতে  ছুটে  গিয়ে  দেখলাম
প্রেয়সী  ফ্রেমে  নেই
আছে  একটি   সাদা  গাই
হাসিটা  খোঁজলাম বার  বার  প্রেয়সীর
পেলাম  শুধু  কয়েকটি নির্জল  পাতা গাছের

তারা  বললো :  আমরা   আগেই জানতাম !

--------------------------------------------------
Dr Pritish Chowdhury        o7/08/2017

বি .দ্র.   অসমীয়া  কবি- গল্পকার  স্বর্গীয় যতীন বরার অসমীয়া  কবিতা `ভ্রম' এর  বাংলা অনুবাদ ....