বন্দি –
চার দেয়ালের মাঝে !!

রাজার কঠোর হুকুম !!


তবে, খাঁচায় বন্দি পাখির  
পরিচর্যা যতই   ...
দৃষ্টিতো তার সারাক্ষন ঐ নীল আকাশের দিকেই   !

এক সময়  সরু গলি দিয়ে হেঁটে হেঁটে পা –
রাজ পথের রম্য ভূমি তার  তিনালিতে ..
  
আজ নিস্তব্ধতার বাস সেখানে  !

এক  যেন অচেনা, ভৌতিক শহর !!

একটি  দুটো  গাড়ির ইতস্ততঃ আসা যাওয়া - -
আপাদ মস্তক ইউনিফর্মধারীর,

ফুট পাথে কয়েকটি মানুষের পায়চারি  –

হাতে গ্লোভস,
মুখে ত্রিভুজাকৃতির সাদা কালো মাস্ক,
এসিটেট ফ্রেমের মোটা  চশমার আড়ালে  
কিছু সুরক্ষিত চোখ দুটো ও!

আর রাজ পথে  ?

মাস্ক হীন , গ্লোভসহীন
একটি  মুক্ত পাখি আমি  -
দাঁড়িয়ে থাকা কোনো   এলিয়েনের দেশে !!

তিনালির বাঁ  দিকে  আমার দূরবীন চোখে,  চা  হাতে নিয়ে-
বল্টু তার গুমটিতে –

আঃ ! পড়ন্ত বিকেলে  এক কাপ  চা  !!

এক পা দুই পা -শরীরটাকে টেনে নিলো   তার দিকে ...

হঠাৎ কারো চিৎকার তার গুমটি পৌঁছতেই-

ভয় নেই ?

নিউটনের তৃতীয় সূত্রের নিয়ম মেনে আমার দুই ঠোঁট ও গর্জে উঠলো –

`ভয় ? কাকে ? কোরোনাকে ?
তার চেয়েওতো আরো হাজার গুণ জয়াল বিষাণু পৃথিবীতে !

ভয়তো শুধু -
নিজেকে, তোমাকে,
মা ---------নু --------ষ -----কে-------  !''

চায়ের কাপটা  নিতে হাত বাড়িয়ে দিতেই দেখি  বল্টু নেই – সামনে !

আর তার গুমটি ?
একটি যেন লাশ- পড়ে থাকা কোনো নির্জনে !

আর, নির্বাক - আমি দাঁড়িয়ে!!

ভৌতিক   শহরটা  তখন আরো বেশি ভৌতিক অস্তমিত সূর্যের  নিস্তেজ আলোয়ে  আঁকড়ে ধরে চারপাশের নিস্তব্ধতাকে  ……  
----------------------------------------------------------------
Dr Pritish Chowdhury                                     01/07/2020