এই একটাই সময়
আম জনতার ক্ষোভ আর দ্রোহের বনাগ্নি
পথ খোঁজে পায়
কাঁপে থর থর করে
শীর্ণকায়, মৃতপ্রায় বাঁশের সাঁকো
ক্ষুব্ধ জনতার মিশিলের ভরে-
`নো ভোট, নো ভোট'
প্লাবিত আকাশ বাতাস !
হঠাৎ যেন পুস্প-বৃষ্টি !
অবগাহন ক্ষুব্ধ জনতার
ললিপপের ধরাসার বরিষণে –
একদল নির্বোধ শিশু তখন - আম জনতা
মুখে মুখে ললিপপ !
তুষ্ট ক্ষুব্ধ জনতা !
তুষ্ট নেতা !
মৃতপ্রায়, শীর্ণকায় সাঁকো
চেয়ে থাকে ঘোলা দুই চোখে -
নেতার দিকে
জনতার দিকে ...
-----------------------------------------------
Dr Pritish Chowdhury 21/11/2018