বার বার গর্ভিনী তুমি
শত শত সভ্যতার প্রসব বেদনা নিয়ে…

ক্লান্ত  আজ পৃথিবী তুমি ...

অন্ধকারের দিগ্ বলয়ে
হারিয়ে যাচ্ছে স্বপ্ন আশা-আকাঙ্খার  সমস্ত আলো …..  

সময়ের চরকার বিভীষিকাময়  স্পন্দন
স্থিতির তনুতে  ধ্বংসের অবলীলা..

কম্পিত তুমি দানবের হাতে ..

সভ্যতার বৃথা আস্ফালন  
শংকাহারা তোমাকে করার….
-------------------------------------------
Dr Pritish Chowdhury     15/12/2017