ফেটে যায় কলিজা ক্ষোভে
জীবন-মরুর যাত্রাপথে,
নিরাশার বারুদজ্বলে উঠে যখন
শরীরের রক্তে..
শেষ হতে চলে যায় জ্বলে
উত্তপ্ত শিখায় তার
সমস্ত আশার ক্যানভাস
সাজিয়ে রাখা আলফুলে
জীবনের রং দিয়ে
হৃদয়ের মাঝে ...
ছাই হয়ে উড়ে যায়
আশার ক্যানভাস,
নিরাশার ছবি এসে ভরে যায়
হৃদয়ের কোণায় ..
হায়রান বার বার
চোখের জল দিয়ে মুছে
নিরাশার ছবি..
পুনরায় ঘর বাঁধে
নিরাশা হৃদয়ের মাঝে..
সময়ের দুরন্ত গতিতে
স্থবির জীবনের গতি..
নিরাশার কালো মেঘ
ঢেকে যায় হৃদয়ের আশার জ্যোতি ..
জীবন-মরুর যাত্রা পথে
আশার মরীচিকার পেছনে ছুটে
পর্যবসিত কোনো
জীবন মরণের পার্থক্যহীন
এক যাযাবরি বেদুইন..
পরিচয় বিহীন !
-------------------------------------
ডo প্রীতিশ চৌধুরী -- 17/05/2017