উপরে ব্যস্ত আকাশ
মেঘের পরিচর্যায়,
জল কাঁধে নিয়ে
কালো কালো মেঘের উন্মাদনা
ভ্রমণের প্রস্তুতি নিয়ে,
উত্তর থেকে দক্ষিণে যাওয়ার
পূর্ব থেকে পশ্চিমে আসার I
দূর গগন থেকে বর্ষা পাখিটা
যখন কাঁদে,
সাজিয়ে উঠে প্রকৃতি নবরূপ নিয়ে,
বাজিয়ে উঠে আকাশে মৃদঙ্গ মাদল,
জ্বলিয়ে উঠে আকাশে আতশবাজির জুই,
হয়ে উঠে মন আরো চঞ্চল
মাতাল হওয়া বাতাসের সাথে সাথে I
হয়ে উঠে নতুন জলে
বসুন্ধরা উর্বরা
ফসলের স্বপ্ন এনে,
হয়ে উঠে নতুন জলে
নদী গর্ভবতী,
বয়ে যায় নব উচ্ছাসে
দুই পার ভাসিয়ে তার নতুন জলে
হাজার স্বপ্ন ভরা বর্ষার আগমনে I