ক্ষোভ আর বেদনার প্রাচীরে ঘেরা  হৃদয়
আজ এক জল- ঝরা  পাঁজর
বর্ণহীন , জরাজীর্ণ
শোক -তাপ ক্লিষ্ট  মায়ের শীর্ণ দেহের মত ...

অপতৃণ , কাঁটা ঝোপঝাড়   ভরা
পাঁজরের প্রবেশ-পথে  হয়নি কত যুগ ধরে
আসা-যাওয়া  হৃদয় হৃদয়ের ...


নেই একটিও ছায়া-বৃক্ষ সুশীতল
নেই কোনো ফুল, নেই  পাখির কলতান….
নিস্প্রান চারদিক তার
আলিঙ্গন নিস্তব্ধতার ...

উপেক্ষার দুয়ার  ঠেলে  যদি চাও  
আসতে পার ভিতরে তুমি, দেখতে
বিষাদের অন্ধকার ভরা  পাঁজরের কুঠরি

`কেউ নেই ভিতরে' ... নামফলকে  লেখা সামনের দরজায়….  .

যখন ঢুকবে তুমি অবজ্ঞা করে তাকে, দেখবে ..

কুঠরির একটি কোনায় পড়ে আছি  
প্রয়োজন-হীন অবহেলিত, অনাদৃত  আমি .....
একটি জীর্ণ ক্যালেন্ডার !!

----------------------------------
Dr Pritish  Chowdhury                               09/01/2018

অসমীয়া কবি, গীতিকার এবং সাহিত্যিক শ্রী কুমুদ বরা দেব বিরচিত অসমীয়া কবিতা ` বার্ধক্য' এর  বাংলা ভাবানুবাদ