আঁকড়ে ধরে আমার দেহ মহাশূন্যের নির্ঘুম নিস্তব্ধতা
তোমার বিরহের প্রতি মুহূর্ত যে আমার মদিরা ..
একাকীকত্বের দাবানলে দগ্ধ কলিজার ধোঁয়ায় ধূসরিত
আমার বিরহী সন্ধ্যাগুলো ….
খোঁজে সবুজ শঙ্খের নিনাদ তোমার প্রেমের …
ইতিহাস হয়ে যাওয়া দিনের হিসাব নিকাশের না মিলা অংকে
কাঁপছে আমার প্রেম ছায়াপথের নীল তিমির বিভিষীকায় ….
ফোটানো জলের মতো সময়ের দ্রুত বাষ্পায়নে
এখন গ্লাসিয়ারের হিম শীতলতা …
স্থবির জীবন ঘড়ির কাঁটা …
আল্পনা আঁকে রক্তের তুলিকায় দীর্ঘশ্বাস আমার সময়ের ঘরে …
অব্যক্ত অনুভবের ছন্দহীন এপিটাফ ভরে যায়
লিখে লিখে থমকে যাওয়া জীবন খাতার শূন্য পাতা …..
তোমার প্রেম যদি দিতে পারে আমায় স্বর্গ
আমার প্রেমেও তোমার প্রেমের মৃত ইতিহাসের পাতায় লিখতে পারে
আমার প্রেমের জ্বলন্ত ইতিহাস !!
মহাশূন্যের নক্ষত্রের অগ্নিপিণ্ড থেকে ভেসে আসে শঙ্খের নিনাদ..
সে কি তোমার প্রেমের স্পন্দন ?
শিহরিত দেহ মন আমার আত্মসমর্পনের আনন্দ উল্লাসে…
মহাকালের বক্ষে !!
----------------------------------------------------
Dr Pritish Chowdhury 02/10/2017