নিয়মের ভিতরেইতো শ্বাস নেয়
সব কিছুই পৃথিবীর,
তা আমরা জানি –
খুব ভালো ভাবেই ....
আরো, জানি ভালো ভাবে এটাও -
তার উল্টো পরিণাম ..
পরিযায়ী পাখিরাও চলে নিয়ম মেনে -
আর, জাটিঙ্গার রাতের অন্ধকার মেঘলা আকাশে যখন
ফাঁদে পড়ে নিয়ম ভাঙার,
তখনই ডানা মেলে -
তাদের করুণ মৃত্যু যাত্রার ...
মানুষ আমরা -আলাদা হওয়ার কথাই !
আমাদের স্বার্থেরতো আর উর্দ্ধে কেউ নেই !
আসলে হতে দিবই বা কেন ?
ব্যস্ত আমরা তাই -
সভ্যতার ঘোড়াকে ছুটিয়ে রেখে অহর্নিশ
নিয়ম ভাঙার খেলার মাঠে . !!
আমাদের দাম্ভিকতার আত্মসন্তুষ্টিতো-
কেবলই বলে থাকার- `নিয়ম পিয়াসী সন্তান আমরা’ !!
অথচ, ঝাঁপিয়ে পড়ি -নিয়ম ভাঙার নিয়ম গড়ার
সর্বাগ্রবর্তী হোতা হয়ে - নিজের স্বার্থে !!
আজ যোগ্য প্রত্যুত্তর আরো একবার যেনো প্রকৃতির . –
আমাদের নিয়ম ভাঙার আত্মঘাতী খেলার ...
-------------------------------------------------------------
Dr Pritish Chowdhury 30/04/2020