নীরব দুপুর
অমানিশার অন্ধকারের কুয়াশাতে
ডানা ঝাপটায় স্বপ্ন নিয়ে উড়িয়ে থাকা
পাখির অস্ফুট ক্রন্দনে
আহত পৃথিবী .....
পুড়ে যাওয়া হৃদপিণ্ডের ধোঁয়াতে ধূসর
পৃথিবীর দৃষ্টি
উল্টোমুখী সভ্যতার রথের চাকার গতিতে
বিভ্রান্ত নতুন সূর্যের খোঁজ I
শুনবো সবুজ পৃথিবীর অরণ্যে
গৌতম, হজরত অথবা জেসাসের সুরে আলোড়িত
মাটি আর আকাশের গান !!
অথবা শুনবো
সন্ত্রাসের জুঁই দিয়ে পোড়া রাঙা মাটিতে
সবুজ পৃথিবীর গান !!
এক অলীক কল্পনা ?
না সেই দিন সমাগত ?
--------------------------------------------------
Dr Pritish Chowdhury 01/08/2017