বর্বরতার অট্টহাস্যে  কম্পিত      
মাতৃ পুজোর দেশ !
কুমারী পুজোর দেশ !
নিষ্পাপ শিশুর দেশ !

অহরহ পেরেকের আঘাত মানবতার কফিনে
গুরুর সাজেও  জল্লাদ সরস্বতীর ঘরে
কোমল নিষ্পাপ ফুলের কুঁড়ির রক্তাক্ত আর্তনাদে      
মানবতার কফিনে যেন   শেষেরটা  পেরেক !!

নির্বাক নিস্তব্ধ  সভ্যতা ....

আর কত দিন এইভাবে ?

-----------------------------------------
Dr Pritish Chowdhury    04/12/2017