আসলে পৃথিবীর সব কিছুই মাপতে হয়
আপেক্ষিক স্কেলে
`পরম' তো বন্দি `আপেক্ষিক'এর হাতে
তা না ভাবলেই
সমাধানহীন তোমার জীবন সমীকরণ !!
পাহাড় সুন্দর দূর থেকেই,
প্রবেশ তার গর্ভে , মৃত্যু- ভয় দাঁড়াবে তোমার সামনে ...
নভশ্চর কে দেখে মহাকাশে উড়ার তীব্র বাসনাময়
মন তোমার ….
সেটাও আপেক্ষিক !!
তুমিও মহাকাশচারী মহাকাশে বিচরণ প্রতিক্ষনে
তোমার নিজের পৃথিবী মহাকাশ যানে....
অতঃপর
তুমি, তোমার প্রেমাস্পদ
আর তোমার চার পাশে দাঁড়িয়ে থাকা
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অগণন?
তুমি হয়তো মাপতে চাও সবাইকে
আপেক্ষিকতাহীন করে ..
নৈব নৈব চ !
সেই দূরের পাহাড়..
সেই মহাকাশ পরিভ্রমণ ..
আপেক্ষিক !!
---------------------------------------------------------
Dr Pritish Chowdhury 23/04/201