দেবদাস ১

   এসেছিলাম আমি
      তোমার মধুর সান্নিধ্যে
             হাজারটা স্বপ্ন নিয়ে I

     চলে গেলে তুমি
          কালরূপী  বন্যা হয়ে  
              স্বপ্ন মোর ভাসিয়ে দিয়ে  I  



     দেবদাস ২

     যদি তুমি দিতে চাও
           একটি ফুল আমাকে
                আমার জীবন কালেই দাও I

      মৃত্যুর আলিঙ্গনে  
           সমাধিতে নিদ্রা   কালে
                বলো কি হবে ফুল দিয়ে I

  --------------------------------------
     ডo  প্রীতিশ চৌধুরী --  12/07/2017