হে প্রিয়,

আজ আমিও যে   অন্তর্যামী  !

জেনেছি তোমারও মনের কথা –

কি চাও তুমি,

বিরহের এক এক ফোঁটা জল থেকে
তার শত সহস্র ফোঁটার   মহাসমুদ্রে  ডুবে থাকি আমি –
দিন - রাত, প্রতি পল, প্রতি ক্ষণ…

আর,   মহাসমুদ্রের   বিরহের সুনামিতে  হারিয়ে ফেলি আমার ঠিকানা জীবনের...

তুমি চাও,

তুষারাবৃত ঐ গিরিমালার প্রচন্ড  হিমপ্রপাতে  সু -উচ্চ পাইনগুলোর  মতোই  নতজানু আমি তোমার বিরহের হিমপ্রপাতে হিমায়িত হয়ে,

আর,   প্রতীক্ষারত রাধা তোমার –
অনাদি, অনন্তকাল-

তোমার দুই ঠোঁটের উষ্ণ  স্পর্শের …

অতঃপর,  জেনে নাও আমার ও মনের কথা -

বিরহের দাবানলে জ্বলে আমিও একটা জ্বলন্ত  নক্ষত্র-
ভস্ম  যেখানে পৃথিবীর সমস্ত অভিশাপ –
বিরহের …..
-----------------------------------------------------------------------------------------
Dr  Pritish Chowdhury                                                 15/05/2020