নিভিয়ে দিয়ে তোমার  
           স্বার্থপরতার বিষাগ্নি..
জ্বালিয়ে দাও তোমার
         হৃদয়ের প্রেমের শিখাগ্নী..

দেখবে তখনইতো তুমি
           আলোকময় পৃথিবী..

---------------------------
Dr Pritish Chowdhury          23/09/2017